আজ রোববার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনে উঠে যাওয়া এক পুলিশ পিকআপে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, কনস্টেবল মিজান, ইস্কান্দার ও হোসাইন। তারা সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন। আহতরা হলেন-উপ পরিদর্শক (এসআই) সুজন শর্মা, চালক কনস্টেবল সমীর দাস ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদাত হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনটি দুপুর সোয়া ১২টায় সলিমপুর-ফকিরহাট রেলক্রসিং অতিক্রম করার সময় পুলিশবাহী পিকআপটি রেললাইনের ওপর উঠে যায়। এতে দ্রুতগামী ট্রেন পুলিশের পিকআপকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি ফকিরহাট ক্রসিংয়ে পুলিশের পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই এক কনস্টেবলের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অন্যদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।