জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ। গ্রেফতারকৃতের নাম ইমাম হোসেন।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম জানান, ইমাম হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় দিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ফোন ও হোয়াটস অ্যাপে মেসেজ দিয়ে নানা ধরনের তদবির করতো। এই অভিযোগে গতকাল শনিবার শাহবাগ থানায় ইমাম হোসেনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়। সেই মামলার ছায়া তদন্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় এই প্রতারককে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম বলেন, গ্রেফতারকৃত ইমাম হোসেনের মোবাইল নম্বর পর্যালোচনা করে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ইতোপূর্বেও একই অপরাধে সে গ্রেফতার হয়েছিল- যোগ করেন পুলিশের এই গোয়েন্দা কর্মকর্তা।