বিশেষ-প্রতিনিধি:
আজ বুধবার ২৩.৮.২৩ তারিখে মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম(বার) অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট)-এর সভাপতিত্বে ঢাকা রেঞ্জ এর কার্যালয়ে নিয়মিত মনিটরিং সেল-এর সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরসিংদী, কিশোরগঞ্জ, মাদারীপুর এবং নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার,অতিরিক্ত পুলিশ সুপার ও উদ্ধতম পুলিশ কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। তিনি জেলা ও থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
তিনি জেলা ও থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।
উক্ত সভা অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের পুলিশ সুপার ক্রাইম মোঃ আখতার হোসেন সহ উপস্থিত ছিলেন পুলিশের উদ্ধতম কর্মকর্তাবৃন্দ।