1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা; প্রতারিত ৭০ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে ফিরিয়ে দিলো নিউমার্কেট থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৪৯ মামলা (০৯ এপ্রিল ২০২৫) হারানো, চুরি ও ছিনতাই হওয়া ১০৬ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো ডিএমপি বসুন্ধরায় স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদ; অতঃপর ৮৬ কেজি গাঁজা উদ্ধার! অভিনব কায়দায় প্রতারণা : মা ও মেয়ে গ্রেফতার ৮ মামলার আসামি রনিসহ চারজনকে ২০ কেজি গাঁজা ও হেরোইনসহ গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ ডালিয়ার ১৪ বিয়ে, প্রতারণা চলমান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য গ্ৰেফতার শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ট্রাফিক আইন লঙ্ঘনে গত ছয়দিনে ডিএমপির ৫৫৮৫ মামলা

ছোটদের লম্বা হওয়ার উপায়।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৪০৩ Time View

ডেস্ক রিপোর্ট,ঢাকা সময়।
শিশুদের নির্দিষ্ট কোনো খাবার বেশি খাইয়ে বা কোনো একটি ওষুধ দিয়ে লম্বা করা যায় না। শিশু কতটা দীর্ঘদেহী হবে, তার ৮০ ভাগই নির্ভর করে মা-বাবার উচ্চতার ওপর। বাকি ২০ শতাংশ নানা পারিপার্শ্বিক বিষয়ের ওপর নির্ভরশীল। স্বাভাবিক প্রক্রিয়ায় জšে§র পর প্রথম তিন বছর এবং পরে বয়ঃসন্ধিকালে দ্রুত লম্বা হয়। মেয়েরা সর্বোচ্চ ১৫ আর ছেলেরা ১৭ বছর বয়স অবধি লম্বা হতে পারে। মাঝের সময়ে শিশু গড়ে বছরে ২ ইঞ্চি করে লম্বা হয়। অবশ্য সব সময় এ অঙ্ক না-ও মিলতে পারে। অনেক রোগ, যেমন কিছু সিনড্রোম, অস্থিরতা, মেটাবলিক ডিজঅর্ডারের কারণে মানুষ জš§গতভাবে খাটো হতে পারে।

আবার থাইরয়েড ও গ্রোথ হরমোনের অভাব, টাইপ-১ ডায়াবেটিস, টার্নার সিনড্রোম, কিডনি রোগসহ কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় হরমোন দিয়ে চিকিৎসা করলে শিশুর লম্বা হওয়ার সুযোগ থাকে।

মায়ের গর্ভকালে সুস্থতা ও সঠিক পুষ্টি শিশুর লম্বা হওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, শৈশব ও কৈশোরে জীবনযাপনের সময় কিছু বিষয় মেনে চললে কাক্সিক্ষত লম্বা হওয়া সম্ভব।

# নিয়মিত শাকসবজি, ফলমূল, শস্যদানা, আমিষ ও দুগ্ধজাতীয় খাবার খাওয়া। পর্যাপ্ত ভিটামিন ও মিনারেল, ভিটামিন ডি ও ক্যালসিয়াম শিশুর লম্বা হওয়ায় বিশেষ ভূমিকা রাখে।

# প্রক্রিয়াজাত খাবার বর্জন করতে হবে। অতিমাত্রায় চিনি, লবণ, ট্রান্সফ্যাট ও চর্বি আছে এমন খাবার পরিহার করতে হবে।

# সঠিক ওজন বজায় রাখতে পর্যাপ্ত ক্যালোরি জোগান নিশ্চিত করতে হবে। দীর্ঘ সময় ওজন কম থাকলে শিশু খাটো হয়, আবার অতি ওজন হলে নির্দিষ্ট সময়ের আগে লম্বা হওয়া বন্ধ হয়ে যায়।

# দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্য হলে শিশুর ক্ষুধামন্দা দেখা দেয়, তাই পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করতে পারে না।

# শিশুর লম্বা হওয়ার পূর্বশর্ত সার্বিক সুস্থতা। ঘন ঘন অসুস্থ হলে ওজন বাড়ে না, লম্বাও হয় না।

# নিয়মিত কায়িক পরিশ্রম করে হাড় ও মাংসপেশির রক্ত সঞ্চালন ঠিক রাখতে হবে।

# শোয়া ও চলাফেরায় সঠিক ভঙ্গি মেনে চলতে হবে। বাঁকা হয়ে চললে অস্থি বেঁকে শিশু খাটো হয়।

# ঘুমের মধ্যে গ্রোথ হরমোন নিঃসরণ হয়, যা স্বাভাবিক লম্বা হওয়ার প্রধান নিয়ামক। তাই পরিমিত ঘুম খুব জরুরি।

শিশু কাক্সিক্ষত লম্বা না হলে বা অতিরিক্ত খর্ব মনে হলে দ্রুত সঠিক কারণ অনুসন্ধান ও যথাযথ পদক্ষেপ নিতে হবে।

ডা. রবি বিশ্বাস

শিশু হরমোন রোগবিশেষজ্ঞ

সহযোগী অধ্যাপক, ঢাকা শিশু হাসপাতাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং